জাদুঘরে অনুষ্ঠিত হ’ল কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যের ওপর গোল টেবিল আলোচনা
বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে বাংলা কবিতার শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আজ ১৮ অক্টোবর ২০১৪ তারিখ সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনা সভার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। আলোচনা সভার সঞ্চালক ছিলেন কবি আসাদ চৌধুরী। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ও জীবনানন্দ গবেষক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।