জাদুঘরে কারুশিল্প মেলার উদ্বোধন

ঢাকা, ২০ ফ্রেব্রুয়ারি ২০১৫ | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত কারুশিল্পীদের জীবন ও কর্ম নিয়ে পাঁচদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি|

কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধনের আগে অর্থমন্ত্রী তাঁর পিতা আবুল আহমেদ আব্দুল হাফিজ কর্তৃক ১৯৮৪ সালে জাদুঘরে উপহার দেয়া মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের স্বর্ণমুদ্রা, তুলট কাগজে লেখা কোরআন শরীফের পাণ্ডুলিপি এবং একটি হুক্কা বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে পরিদর্শন করেন। কারুশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী স্বগত বক্তব্য প্রদান করেন এবং অর্থমন্ত্রীকে সিলেটে তৈরি একটি শীতল পাটি সৌজন্য হিসেবে প্রদান করেন। জনাব ফয়জুল লতিফ চৌধুরী আগামী বছরও জীবন্তভাবে কারুশিল্পীদের উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেন। আলোচক ড. আমিনুর রহমান সুলতান ঐতিহ্যবাহী কারুশিল্পীদের জীবন ইতিহাস নিয়ে চমৎকার একটি তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করে বলেন|

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd