ঢাকা ২৮ মার্চ ২০১৫: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ ২৮ মার্চ ২০১৫ শনিবার বিকাল সাড়ে ৪ টায় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। কবি আসাদ চৌধুরী, কবি কবি রবিউল হুসাইন, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি মোহাম্মদ, কবি নূহ-উল-আলম লেনিন, কবি মুহাম্মদ সামাদ, কবি শিহাব সরকার, কবি নাসির আহমেদ, কবি মুনীর সিরাজ, কবি কাজল বন্দোপাধ্যায়, কবি দিলারা হাফিজ, কবি হালিম আজাদ, কবি হারিসুল হক ও কবি তারিক সুজাত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম আজিজুর রহমান। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
স্বাগত ভাষণে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, কবিতা মানুষের হৃদয়ে রক্ত সঞ্চালন করে। তাই কবিতা চর্চা আরো ব্যপকভাবে হওয়া প্রয়োজন। প্রধান অতিথি অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন ৭১-এ আমরা যুদ্ধ করেছি স্বাধীনতা এবং মুক্ত সংস্কৃতি চর্চার জন্য। যারা স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছে তাদের ঋণ পরিশোধ করতে হবে শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে।