রবিঠাকুরের জন্মদিনে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীতের আসর।

ঢাকা, ৮ মে ২০১৫। ২৫ বৈশাখ ১৪২২, শুক্রবার রবিঠাকুরের জন্মদিনে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীতের আসর। এতে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এমিরিটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজউদ্দীন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, জনাব ফয়জুল লতিফ চৌধুরী। সকাল ১১-০০টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে চোখের বালি চলচ্চিত্র প্রদর্শীত হয়

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd