আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৫ উদ্‌যাপন

১৮ মে ২০১৫ খ্রিস্টাব্দ সোমবার : ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। জাদুঘরসমূহের আন্তর্জাতিক সংস্থা ICOM দিবসটি উপলক্ষে একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে। বিশ্বের জাদুঘর সমূহ প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে নানা কর্মসূচি আয়োজন করে। ICOM -এর এবারের প্রতিপাদ্য বিষয় Museums for a Sustainable Society বাংলা করা হয়েছে টেকসই সমাজের স্বার্থে জাদুঘর। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৫ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ICOM বাংলাদেশ ন্যাশনাল কমিটি যৌথভাবে আজ দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যা লী। দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় সেমিনার। সকাল ৮.৩০ মিনিট শাহবাগ জাদুঘর থেকে র্যা লি শুরু হয় এবং টি এসসি ঘুরে এসে জাদুঘর শেষ হয়। র্যা লির নেতৃত্ব দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।

সকাল ১১.০০টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব আক্‌তারী মমতাজ। সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও জাদুঘরবিদ ড. ফিরোজ মাহমুদ এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শিকদার মো. জুলকারনাইন। প্রবন্ধের ওপর আলোচনা করেন টাকা জাদুঘরের কিউরেটর ড. মো. রেজাউল করিম এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জনাব মফিদুল হক। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধূরী। ধন্যবাদ জ্ঞাপন করেন আইকম বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন জনাব জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্যে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, জাদুঘর বর্তমানে দাড়িয়ে অতীতকে সংগ্রহ করে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে। অতীতের গৌরব গাঁথা আগামীর দিনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাই টেকসই সমাজ গঠণের ক্ষেত্রে জাদুঘরের ভূমিকা অপরিসীম। সেমিনারের প্রধান অতিথি জনাব আক্‌তারী মমতাজ বলেন, জাদুঘরের কর্মকান্ড নিয়ে দেশী বিদেশী গবেষকগণ নানা পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের আগামী দিনের কর্মকান্ড গবেষকদের পরামর্শ অনুযায়ী পুনবিন্যাস করা প্রয়োজন। তাহলেই আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রতিপাদ্য Museums for a Sustainable Society যথাযথভাবে রক্ষিত হবে। প্রবন্ধকার শিকদার মো. জুলকারনাইন তাঁর প্রবন্ধে Museum Education and Sustainable Development of Society বিভিন্ন দেশে পারিবারিক পরিবেশে হাতে কলমে জাদুঘর বিদ্যা শিক্ষার চিত্র তুলে ধরে বলেন, নিদর্শনের মাধ্যমে শিক্ষা গ্রহণে ভূল হওয়ার কোন সম্ভাবনা নাই। পাশাপাশি আনন্দ দায়ক। তাই আমাদের দেশেও এ প্রক্রিয়া চালু করা প্রয়োজন।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd