ঢাকা, ২৬.০৫.২০১৫। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ২৬ মে ২০১৫ মঙ্গলবার সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব শিরিন আক্তার। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
প্রধান অতিথির ভাষণে জনাব আসাদুজ্জামান নূর এমপি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবিই নয়, তিনি বাঙ্গালী জাতিকে অন্যায়ের প্রতিবাদ করতে এবং আত্মমর্যাদা নিয়ে মাথা তুলে দাড়াতে শিখিয়েছেন। আমাদের জাতীয় জীবনে নজরুলের আদর্শ অনুসরণ করা প্রয়োজন। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন, খায়রুল আনাম শাকিল, রাহাত আরা গীতি, ড. প্রদীপ কুমার নন্দী, লীনা তাপসী খান, ইয়াসমিন মুসতারী এবং সালাউদ্দিন আহমেদ। নজরুলের কবিতা পাঠ করেন জয়ন্ত চট্টপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন উপমা এবং আরশা। নজরুলের কবিতা পাঠ করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।