বঙ্গবন্ধুর গল্প- বলবেন- বঙ্গবন্ধুর একান্ত সচিব ড. মসিউর রহমান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম। তারিখ : ১৫ আগস্ট ২০১৫, সময় : সকাল ১১টা থেকে দুপুর ১টি। স্থান : প্রধান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা-১০০০। আসন সীমিত- আজই আপনার প্রবেশপত্র সংগ্রহ করুন। যোগাযোগ : নূরে নাসরীন, কীপার, জনশিক্ষা বিভাগ, (০২) ৯৬৭৫০৫১, (০২) ৫৮৬১৪৮০৬