জাতীয় জাদুঘরে ‌'ভাস্কর নভেরা প্রদর্শনী ২০১৫'-এর উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা, ৭ অক্টোবর, ২০১৫। বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ ভাস্কর নভেরা আহমেদের প্রথম জীবনের ৪০টি ভাস্কর্য বাংলাদেশ জাতীয় জাদুঘর সংগ্রহ করে। এই সংগ্রহের মধ্য থেকে ৩৪টি এবং নভেরা আহমেদের পরবর্তীতে ফ্রান্সে অবস্থানকালে অংকিত শিল্পকর্মের বেশ কিছু অনুকৃতি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ৭ থেকে ১৯ অক্টোবর ২০১৫ পর্যন্ত চলবে। -

বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ দেশিয় মাধ্যমে ভাস্কর্য নির্মাণে পাকিস্তানি সামরিক সরকারকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সংস্কৃতি পূনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করেন মর্মে প্রধান অতিথির ভাষণে সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি বলেন বাংলাদেশে স্বাধীনতা আন্দোলনে তার এই অবদান বাঙ্গালি জাতি আজো কৃতজ্ঞতার সাথে স্বরণ করে শিল্পীকে অমর করে রেখেছে। এছাড়া তিনি ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে কেন্দ্রিয় শহীদ মিনারের নক্শা প্রস্তুত করে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথির ভাষণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবি কামাল চৌধুরী বলেন নভেরা আহমেদ বিগত ষাটের দশকে এই মহান শিল্পী বাংলাদেশে প্রাপ্ত সহজলভ্য মাধ্যম ব্যবহার করে সারাবিশ্বে এসেশে মা, মাটি ও মানুষের আদলে ভাস্কর্য তৈরি করে প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের দরকারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়ার গুরুদায়িত্ব পালন করেছেন। স্বাগত বক্তব্যে জনাব ফয়জুল লতিফ চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর বলেন ভাস্কর নভেরা আহমেদ দীর্ঘদিন নিরবে নিভৃতে থাকলেও বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে কখনো ভুলেননি বরং শিল্পকর্মে ভাস্কর্যে তা অনায়াসে ফুটিয়ে তুলেছেন।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd