১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার যৌথভাবে জাদুঘর মিলনায়তনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না দূতাবাসের কালচারাল ফাউন্ডেশনের মি. চেন সুয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের প্রেসিডেন্ট জনাব দেলোয়ার হোসেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর শিশু-কিশোরদের পরিবেশনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনাব ফয়জুল লতিফ চৌধুরী প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশের শিশুরা চীন দেশে না যেয়ে পত্র পত্রিকা, ছবি কিংবা ইন্টারনেটের মাধ্যমে চীনকে যেভাবে দেখেছে রং তুলির আঁচড়ে গভীর মমত্ববোধ ও সৃজনশীলতা দিয়ে সেভাবেই চীনকে এঁকেছে। দুই দেশের সম্পর্ক গভীর থেকে গভীরতর করতে এধরণের প্রতিযোগিতা বেশী করে আয়োজন করা প্রয়োজন বলেও জনাব চৌধুরী মত প্রকাশ করেন।