জাতীয় জাদুঘরে কবি জীবনানন্দ দাশের স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত

ঢাকা, ২৩.১০.২০১৫।  আধুনিক বাংলা কবিতার প্রধান স্থপতি কবি জীবনানন্দ দাশের স্মৃতিতর্পণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর ২৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জীবনানন্দ দাশ স্মরণ সন্ধ্যার আয়োজন করে। স্মরণ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমসাময়িক কালের প্রধান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং কবি নির্মলেন্দু গুণ। সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হাসান আজিজুল হক জীবনানন্দ দাশের ওপর একটি প্রবন্ধ পাঠ করেন। প্রধান অতিথি বেগম আক্তারী মমতাজ প্রধান অতিথির ভাষণে বলেন, অর্ধশতাব্দীর অধিক কাল বাংলা কবিতায় একক আধিপত্য বজায় রেখেছেন কবি জীবনানন্দ দাশ। সাহিত্যের সব কয়টি শাখায় জীবনানন্দের পদচারণা থাকলেও তাঁর রচিত আধুনিক বাংলা কবিতার জন্য বাংলা ভাষাবাসীদের মাঝে শতাব্দীকাল বেঁচে থাকবেন । আলোচনা শেষে জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন জয়ন্ত চট্টোপাধ্যায়, বেলায়েত হোসেন, লায়লা আফরোজ, কবি নির্মলেন্দু গুণ, আশরাফুল আলম, মনজুরুর রহমান, রেজিনা ওয়ালী লীনা, বেগম আক্তারী মমতাজ, ড. রণজিৎ কুমার বিশ্বাস এবং সামিউল ইসলাম পোলাক।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd