ঢাকা, ২৮ অক্টোবর ২০১৫। ‘‘International Conference on Development of Sustainable and Inclusive Buddhist Heritage and Pilgrimage circuits in South Asia’s Buddhist Heartland” শীর্ষক আমত্মর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজন করেছে বৌদ্ধ ভাস্কর্যের একটি বিশেষ প্রদর্শনী। আজ ২৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করা হলো। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের লবিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব H.E. MR.TALEB REFAI. উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান।
বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব H.E. MR.TALEB REFAI. প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃ্দ্ধ। এই সমৃদ্ধ সংস্কৃতি একটি ঐতিহ্যিক অংশই হলো বৌদ্ধ ভাস্কর্য। বাংলাদেশের বৌদ্ধ ভাস্কর্যের আজকের এই প্রদর্শনীতে এসে আমি অতি আনন্দিত এবং গর্বিত। বিশেষ অতিথির ভাষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি বলেন, আগামীর বাংলাদেশ হবে পর্যটন সুন্দর বাংলাদেশ। সম্মানিত অতিথির ভাষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি বলেন, সংস্কৃতি ও পর্যটন একে অপরের পরিপূরক। সমৃদ্ধ সংস্কৃতিই পারে পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির কারণে বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে। মধ্যে কোন পার্থক্য নেই। আমরা পরস্পর পরস্পরের সঙ্গে কাঁধ মিলিয়ে সংস্কৃতি ও পর্যটনকে এগিয়ে নিয়ে যাবো। প্রদর্শনীটি আগামী ৬ নভেম্বর ২০১৫ পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।