২৮ অক্টোবর ২০১৫, ঢাকা। নভেরা আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর ২৮ অক্টোবর ২০১৫ বুধবার বিকাল ৪.০০ টায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত সেমিনারে ভাস্কর নভেরা আহমেদ: সত্তা ও স্বাতন্ত্র্যের অন্বেষণ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চারুকলা অনুষদের অঙ্কণ ও চিত্রকলা বিভাগের খন্ডকালীন শিক্ষক জনাব রেজাউল করিম সুমন। প্রবন্ধের ওপর আলোচনা করেন চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন অধ্যাপক লালা রুখ সেলিম এবং বিশিষ্ট শিল্পী সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ। সভাপতিতব করেন শিক্ষাবিদ অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
প্রবন্ধকার রেজাউল করিম সুমন তার প্রবন্ধে বলেন, নভেরা আহমেদের শিল্পকর্মের ফর্ম সচলীকরণ, ক্ষেত্র বিশেষে অর্ধবিমূর্তীকরণ। তার শিল্পকর্মে প্রাচাত্য রীতিনীতির প্রভাব যেমন আছে তেমনি আবহমান বাংলার লোকজ পুতুল ও আদিম শিল্পকলার মতো ভিন্নমুখী প্রভাবকে আত্নীকরনের প্রয়াস রয়েছে। সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন, আধুনিক শিল্পকলা বিশেষ করে ভাস্কর্য শিল্পের বিকাশে যাদের অবদান রয়েছে নভেরা আহমেদ তাদের মধ্যে অন্যতম । নভেরা আহমেদের জীবন ও শিল্পকলা চ্চর্চার নানা দিক নিয়ে আমাদের আরো সেমিনার আয়োজন করা প্রয়োজন।