জাদুঘরে Image of Friendship between China and Bangladesh শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা, ০৫ নভেম্বর ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘর, রেডিও চায়না ইন্টারন্যাশনাল এবং চায়না এম্বাসি যৌথভাবে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে Image of Friendship between China and Bangladesh শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে ০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১.০০টায় প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রেডিও চায়না ইন্টারন্যাশনালের বাংলা অনুষ্ঠানের উপপরিচালক Ms Cao Yanhua। সভাপতিত্ব করেন চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. চেন সুয়াং।

প্রদর্শনী উদ্বোধনের আগে ৬জন চীনা শেপ নুডুলসসহ চীনের জনপ্রিয় খাবার তৈরি করে দেখান। প্রদর্শনী উদ্বোধন করে মাননীয় মন্ত্রী জনাব আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের সাথে চীনের সাংস্কৃতিক সম্পর্ক হাজার বছরের। হিউয়েন সাং ফাহিয়েন ও কনফুসিয়ান সম্পর্কে জানেন না এমন লোক পাওয়া দুরূহ ব্যাপার। বিদেশী খাবারের মধ্যে চাইনিজ খাবার বাঙালীদের পছন্দের খাবারের মধ্যে শীর্ষ স্থানীয়। Image of Friendship between China and Bangladesh শীর্ষক প্রদর্শনীটি বন্ধু প্রতীম দু’ দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। প্রদর্শনীটি আগামী ১১ নভেম্বর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd