জাতীয় জাদুঘরে মাইকেল মধূসূদন দত্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা, ২১ নভেম্বর ২০১৫ তারিখ মাইকেল মধুসূদন দত্ত স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান নূর এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন জনাব ইসমাত আরা আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়; জনাব কাজী নাবিল আহমেদ, মাননীয় সংসদ সদস্য; জনাব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; জনাব আকতারী মমতাজ, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ড. রনজিৎ কুমার বিশ্বাস এনডিসি, সাবেক সিনিয়র সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; জনাব ফয়জুল লতিফ চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর। মুখ্য আলোচক ছিলেন কবি রেজাউদ্দীন স্টালিন, আলোচক জনাব খসরু পারভেজ, কবি ও পরিচালক, মধুসূদন একাডেমী; স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যশোর; সভাপতিত্ব করেন ড. মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক, যশোর। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান গীতি আলেখ্য, কবিতা, নাটক অনুষ্ঠিত হয়।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd