জাদুঘরে National Inventory of the Cultural Heritage of Bangladesh শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২৮ নভেম্বর ২০১৫, ঢাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আজ বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে National Inventory of the Cultural Heritage of Bangladesh শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা তৈরির জন্য দেশের কয়েকজন খ্যাতিমান লেখক, জাদুঘর বিশেষজ্ঞ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, কারুশিল্পী, নৃত্যশিল্প, চারুশিল্পী উপস্থিত ছিলেন। এঁরা হলেন কবি সৈয়দ শামসুল হক, ড. এনামুল হক, রামেন্দু মজুমদার, মোবারক হোসেন খান, রুবি গজনবী, ওয়াদুদুল বারি চৌধুরী, ড. জিনাত মাহরুখ বানু, জনাব মফিদুল হক, সাইদুর রহমান বয়াতী, আহমেদ মাজহার, শাওন আকন্দ, সুশান্ত পাল, শম্ভু আচার্য, সুশান্ত বণিক, আশুতোষ পাল, মানিক সরকার, সৌভূত পাল, মনু ইসলাম, সাইমন হাসান, সাদাফ সাজ সিদ্দিকী, ড. ফিরোজ মাহমুদ প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি জাদুঘরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গোল টেবিল বৈঠক পরিচালনা করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সূচনা বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। সূচনা বক্তব্যে জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা প্রনয়ণ সংরক্ষণ ও সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে UNESCO- এর Cultural Heritage হিসেবে তালিকাভূক্তি করা জরুরী প্রয়োজন।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd