০১ ডিসেম্বর ২০১৫, ঢাকা। শিল্পী ড. মিজানুর রহমান ফকিরের চিত্রকর্ম জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। জাতীয় জাদুঘরের সংগ্রহ ভান্ডারে আরো একটি প্রাচ্যকলার চিত্রকর্ম যুক্ত হলো। ১ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল ১১:০০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরীর কাছে বাংলাদেশ সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট এর সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারম্নকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির জাতীয় জাদুঘরে সংরক্ষণের নিমিত্ত প্রকৃতি-৬ শীর্ষক পেইন্টিং প্রদান করেন।