ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৫। মহান মুক্তিযুদ্ধের ৪৪ তম বর্ষপূর্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ উৎসব ২০১৫: থিমকান্ট্রি রুশ ফেডারেশন (সাবেক সোভিয়েত ইউনিয়ন)’ শীর্ষক যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য অদ্য ১৪/১২/১৫ তারিখ বিকেল ৩.৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং সাউথ এশিয়ান মিউজিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. শরীফ আশরাফউজ্জামান উৎসব নিয়ে বক্তব্য প্রদান করেন।