ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৫। বাংলাদেশ জাতীয় জাদুঘর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। আলোচনায় অংশ গ্রহণ করেন, জনাব মো. সুমন জাহিদ, অধ্যাপিকা ফাহমিদা খানম এবং জনাব শিখা চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন ‘‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী সেনাবাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তান বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ এসব বুদ্ধিজীবী মুক্তিসংগ্রামে দিক নির্দেশনা দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বাঙালি জাতি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করে। একাত্তুরে যে বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন তাঁদের ভূমিকা ছিল সমাজ প্রগতির পক্ষে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি জনাব এম. আজিজুর রহমান বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। জাতি-ধর্ম-বর্ণ গোত্র এক সাথে দেশ সেবার মহান ব্রত আজ গ্রহণ করতে হবে। স্বাধীনতার পূর্বে বুদ্ধিজীবীরা যেমন সক্রিয় ছিলেন এখনও তেমন সক্রিয় আছেন।