জাদুঘরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ১৯৭১ : ঢাকার গেরিলা অপারেশন

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০১৫। মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর সকাল ১১:০০টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে ১৯৭১ ঢাকার গেরিলা অপারেশন শিরোনামে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আলোচনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা অপারেশনের বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুল আলম বীরপ্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ. রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেছেন ঢাকা অপারেশনের অন্যতম গেরিলা ও সম্মিলিত সাংস্কৃতিকি জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান।

স্বাগত ভাষণে জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, বাঙালি জাতির জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। আজ এখানে যে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধস্মৃতির কথা বললেন তাঁরা বাংলাদেশের সূর্য সন্তান। তাঁদেরকে যে বীর খেতাব দেয়া হয়েছে সত্যিকার অর্থেই তাঁরা বীর।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd