ঢাকা, ০৩ জানুয়ারি ২০১৬। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী কালিদাস কর্মকারের ‘পাললিক প্রাণ-মাটি-প্রতীক’ শীর্ষক ২২দিন ব্যাপী ৭২তম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এমিরেটাস ড. আনিসুজ্জামান ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জনাব ফারুক সোবহান। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি বলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী কালিদাস কর্মকারের চিত্রে বর্তমান সময় অবিশ্রান্ত মানবীয় সম্পর্কের ভাষা মূর্ত হয়ে আছে।
তিনি এ ভূখন্ডের যাপন প্রণালী, নানা ধর্মের সমন্নয়, লোক শিল্পের নানা প্রতীক তার চিত্রের উপাদান হিসেবে ব্যবহার করেছেন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, কালিদাস কর্মকারের চিত্রে আবহমান বাংলার রূপ বৈচিত্র ধরা পড়েছে। উচ্ছাস, অভিব্যক্তি, শুদ্ধতা, বেদনা, স্মৃতি, আয় একাকীত্ব নিয়ে শিল্পীর পাললিক যাত্রা শুরু হয়েছে। এ প্রদর্শনীতে শিল্পীর ৫২টি চিত্রকর্ম রয়েছে। এ্যাক্রোলিক ও মিশ্রমাধ্যমসহ ২টি স্থাপনাও প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীতে আগত দর্শক শিল্পীর চিত্রকর্ম দেখে শিল্পীকে নতুনভাবে জানার সুযোগ পাবে। অধ্যাপক আনিসুজ্জামান বলেন শিল্পী রং ও তুলির আচড়ে তার সৃজনশীলতাকে যেমন প্রকাশ করেছে তেমনি প্রকাশ করেছেন জীবনস্পর্শী নানা ব্যঞ্জনাকে।