ঢাকা, ০৪ জানুয়ারি ২০১৫। বর্ষ শুরুতে শিশু-কিশোরদের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর ০৪ জানুয়ারি ২০১৬ সোমবার সকাল ১১টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক বিশেষ যাদু প্রদর্শনীর আয়োজন করে। যাদু প্রদর্শন করেন যাদুকর জিয়ামণি। ঢাকা মহানগরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ যাদু প্রদর্শনী উপভোগ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. রমজান আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম.আজিজুর রহমান।