ঢাকা, ২৯ জানুয়ারি ২০১৬। বাংলাদেশ জাতীয় জাদুঘর শীত উৎসবের আয়োজন করে। ঐতিহ্যবাহী এ উৎসবে পিঠা প্রদর্শন ও লোকসংগীত পরিবেশন করা হয়। মধ্য মাঘের সন্ধ্যায় শীতের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল জন সমাগম হয়। হারানো দিনের গানের মূর্চ্ছনায় অংশগ্রহণ করেন আফসানা রুনা, বিপ্লব সরকার, আমেনা মফিজ, ভজন কুমার বেদ, মফিজুর রহমান এবং ফরিদা পারভিন।