ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিকাল ৫টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে একুশের কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ ভাষণ ও কবিতা পাঠে অংশ নেন কবি নির্মলেন্দু গুণ, ও রনজিৎ কুমার বিশ্বাস। স্বনামখ্যাত আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দোপাধ্যায়, মাহিদুল ইসলাম, আশরাফুল আলম, আফরোজা বানু, রূপা চক্রবর্তী, সামিউল ইসলাম পোলাক, কাজী আরিফ, পীযুষ বন্দোপাধ্যায়, লায়লা আফরোজ, রেজাউদ্দিন স্টালিন, ও কবি আসাদ চৌধুরী একুশের কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টজের সভাপতি জনাব এম আজিজুর রহমান।
প্রধান অতিথি জনাব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ভাষার মর্যাদা রক্ষায় এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তাদের স্মরণে কবিরা অজস্র কবিতা রচনা করেছেন। এসব কবিতা বাঙালির সংকট, দুঃসময়ে প্রেরণা যুগিয়েছে। একুশের পথ বেয়ে বাঙালি ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্য। একুশ অন্তহীন প্রেরনার উৎস। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন “ভাষা আন্দোলন জাতীয় জীবনের গৌরবময় অধ্যায়। একুশের কবিতায় ভাষার প্রতি বাঙালির অমলিন শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় উন্নীত হয়েছে। সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।