জাতীয় জাদুঘরে নিদর্শন ডিসপ্লে ও কিউরেটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা, ২ মার্চ ২০১৬। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে কবি সুফিয়া কামাল মিলনায়তনের সম্মুখে ২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল ১০:০০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাদের নিদর্শন ডিসপ্লে ও কিউরেটিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। ২৩ জন কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. রমজান আলী। মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ প্রদান করেন দৃক-এর জেনারেল ম্যানেজার জনাব এ.এস.এম. রেজাউর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘প্রত্যেক মানুষ চায় তার কিছু স্বপ্ন বাস্তবায়িত হোক। সিনেপ্লেক্স উদ্বোধন আমার কাছে সেই স্বপ্ন বাস্তবায়নের শুভ মুহূর্ত। আজ এক সাথে সিনেপ্লেক্সে উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো। উপস্থাপনা নান্দনিক ও রস সঞ্চার করা জরুরি। জাদুঘর উপস্থাপনা দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিত্য নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তথ্যবহুল উপস্থাপনা দর্শকদের জাদুঘরমুখী করে তুলবে। সময়ের সাথে সাথে জাদুঘরে প্রদর্শনের নতুন বিষয় সংযোজিত হচ্ছে। নিদর্শন ডিসপ্লে ও কিউরেটিং বিষয়ে আজ নতুন করে ভাবতে হচ্ছে। দৃক-এর জেনারেল ম্যানেজার জনাব এ.এস.এম রেজাউর রহমান বলেন, গুছিয়ে রাখা মানুষের সহজাত প্রবৃত্তি। এ কাজটি সফলভাবে সম্পন্ন করেন কিউরেটর,ফটো এডিটর ও লেখক। উপস্থাপিত বস্তুকে দৃষ্টি নন্দন করে তুলতে উপস্থাপনায় আলো প্রক্ষাপন, অধিক তথ্য সংযোজনে গুরুত্ব দিতে হয়। এখানে উপস্থাপনার অন্তর্নিহিত লক্ষ্য স্থির করতে হয়। মসলিন প্রদর্শনী ও মসলিন পুনরুজ্জীবন উৎসব এই সব গুরুত্ব দেয়া হয়েছে।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd