নিদর্শন সংগ্রহ পদ্ধতি ও ক্যাটালগ বিবরণী সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ মার্চ ২০১৬। বাংলাদেশ জাতীয় জাদুঘর ১২ মার্চ ২০১৬ তারিখ সকাল ১১টায় নিদর্শন সংগ্রহ পদ্ধতি ও ক্যাটালগ বিবরণী সম্পর্কিত মত মিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহারিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন ড. এনামুল হক, ড. ফিরোজ মাহমুদ, জনাব মো. আলতাফ হোসেন, জনাব মোশারফ হোসেন, ড. শিখা নূর মুনসী, ড. দুলাল চন্দ্র ভৌমিক, কবি তারিক সুজাত, জনাব মোস্তফা, ড. মো. রেজাউল করিম, ড. মো. শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, সাড়ে সাত হাজার নিদর্শনের বিবরণ ১৫ খন্ডে ক্যাটালগে প্রকাশ করা হবে। বিশেষজ্ঞগণও জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ কাজটি সম্পন্ন করবেন। এখন নতুন চ্যালেঞ্জ নিদর্শনের বিবরণ যথাযথভাবে উপস্থাপন করা। চলতি বছরের জুন মাসের মধ্যে মুদ্রার ক্যাটালগ প্রকাশ করা হবে বলে আমরা আশা করি। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান বলেন, জাদুঘরের নিদর্শনের নিবন্ধণকরণ, প্রয়োজনীয় তথ্য সংযোজন, ক্যাটালগ প্রকাশ ও গবেষনা জাদুঘরের গুরুত্বপূর্ণ কাজ। ১৫ খন্ডের ক্যাটালগ প্রকাশিত হলে এটি এশিয়ার বৃহত্তম জাদুঘরের অন্যতম প্রকাশনার মর্যাদায় উন্নীত হবে। জাদুঘরের ‘Collection Management System and Description Catalogues’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলেই তাদের জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হবেন।

 

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd