ঢাকা, ১৫ মার্চ ২০১৬। ভুটানের রানী Her Majesty Mother Tsnering Pem Wangchuck ১৫ মার্চ ২০১৬ তারিখ বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল লবিতে একটি বিষেশ প্রদর্শনী পরিদর্শন করেন। ভুটানের রাণীকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংবর্ধনা জানান বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। জাতীয় জাদুঘরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁকে বিশেষ প্রদর্শনী ও গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন পরিদর্শনে সহায়তা করেন। জাদুঘরের বিশেষ প্রদর্শনীতে জাদুঘরের মোট ৩১টি সংগ্রহভূক্ত নিদর্শন উপস্থাপন করা হয়। উপস্থাপিত নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন অক্ষোভ্য কালো পাথর (২) বৈরোচন: কালোপাথর (৩) জম্ভল: কালোপাথর (৪)অক্ষোভ্য: ব্রোঞ্জ (৫) অবলোকিতেশ্বর : ব্রোঞ্জ (৬) বুদ্ধ ব্রোঞ্জ (৭) তারা ব্রোঞ্জ (৮) মহাপ্রতিসরা: ব্রোঞ্জ (৯)অক্ষোভ্য : ব্রোঞ্জ (১০) বুদ্ধ পোড়ামাটি (১১) রৌপ্য মুদ্রা (১২) স্বর্ণমুদ্রা (১৩) জামদানী শাড়ী (১৪) কাতান শাড়ী (১৫) নকশী কাঁথা (১৬) নাফেন (১৭) সিল রিদিং (১৮) নাফিলেং (১৯) ককাশিল প্রভৃতি।