জাতীয় জাদুঘরে নিদর্শন হস্তান্তর

১৯ এপ্রিল ২০১৬, ঢাকা। জাতীয় জাদুঘরে নিদর্শন (চিঠিপত্র ও দলিল) হস্তান্তর । জকি মোল্লাহ স্টেটের (অবস্থান : গ্রাম-কলাবাড়িয়া, উপজেলা- কালিয়া, জেলা-নড়াইল) জোতদার ছিলেন জকি মাহমুদ বা জকি মোল্লাহ । তাঁর দ্বিতীয় পুত্রের নাম ছিল মর্দান মিয়া বা মদন মিয়া। মর্দান মিয়ার প্রপৌত্র কবি মহসিন হোসাইন গত ২৯.০৯.২০১৫ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি নিদর্শন (৫টি চিঠিপত্র ও ৩টি দলিল) জাদুঘরে উপহার প্রদান করেন। ০৪.০৪.২০১৬ তারিখে নিদর্শনগুলি জাদুঘরে সংগ্রহভুক্ত হয়। অদ্য ১৮.০৪.২০১৬ তারিখে উপহারদাতা আনুষ্ঠানিকভাবে নিদর্শনগুলি জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরীর নিকট হস্তান্তর করেন। এসময় ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd