১৯ এপ্রিল ২০১৬, ঢাকা। বাংলাদেশ জাতীয় জাদুঘর, ইকেবানা ও ফ্লাওয়ার ক্লাব-এর যৌথ আয়োজনে ১৯ এপ্রিল বিকেল ৪-০০টায় ‘ইকেবানা ও ওশিবানা আর্ট’ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইকাবানা এসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ. কে. এ. মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক ইকাবানা ঢাকার সভাপতি শিল্পী মিজ কাজুই হোশামি জোহা বক্তব্য রাখেন, এ ছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ জাপানী দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা মিজ রুমি আরইশি। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি জনাব এম. আজিজুর রহমান। আগামী ২৫ এপ্রিল ২০১৬ তারিখ পর্যন্ত প্রদর্শনী চলবে।