ঢাকা, ১৫ অক্টোবর ২০১৬। বাংলাদেশ জাতীয় সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা অর্পণের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর ১৫ অক্টোবর ২০১৬ শনিবার সকাল ১১টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে একটি স্মরণসভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি। কবির বর্ণাঢ্যজীবন নিয়ে বক্তৃতা করেন প্রখ্যাত সাহিত্য সম্পাদক কবি মাহমুদ আল জামান, কবি আসাদ চৌধুরী এবং কথা সাহিত্যিক হাসনাত আবদুল হাই। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব লায়লা আফরোজ। এ সভায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)। ধন্যবাদ জ্ঞাপন করেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশিষ্ট অভিনেতা ও ‘চিত্রশিল্পী’ জনাব আফজাল হোসেন।