ঢাকা ১৯ নভেম্বর ২০১৬। বাংলাদেশ জাতীয় জাদুঘর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয়ান অধ্যাপক নিকোলা স্ট্রিপলির একক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইতালীয় দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মারিও পালমা। উদ্বোধনী অনুষ্ঠানে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী স্বাগত ভাষণ দেন। প্রধান অতিথির ভাষণে জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের শিল্পবোধকে উপলব্ধি করে তারশিতো যে নতুন ধারার শিল্প তৈরি করেছেন সেটি তারশিতোকে অন্যদের থেকে আলাদা করেছে। ইতালীর মান্যবর রাষ্ট্রদূত মারিও পালমা বলেন এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মানুষ একজন ইতালীয় শিল্পীকে গভীরভাবে জানার সুযোগ করে দিবে।