ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৬। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত আলোচনা অনুষ্ঠানের আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন আলোচনা করেন। সভাপতিত্ত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব শওকত নবী।
আলোচক বলেন- ইউরোপের রেনেসাঁ আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পর্যালোচনা করলে দেখা যায়, সকল পটপরিবর্তনে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম। এই জন্য পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি শাসক বাঙালীদের মেধাশূন্য করতে সুপরিকল্পিতভাবে আত্মসমর্পণের আগে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। এই আলোচনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সন্মানিত সচিব জনাব শওকত নবী। স্বাগত বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী নিধনের পেছনে পাকিস্তানিদের দুরভিসন্ধির কথা তুলে ধরে আরও বলেন- আজও শোকে মুহ্যমান সকলের হৃদয়। এমনই এক বেদনাবিধুর পরিবেশে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বাংলাদেশ জাতীয় জাদুঘর স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। সভাপতির ভাষণে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, স্বাধীনতা সংগ্রামে আমরা অনেক কিছু হারিয়েছি। বুদ্ধিজীবীদের হারানোর বেদনা আমাদের বিশেষভাবে ব্যথিত করে।