ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৬। বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) তৌফিকুর রহমান-এর মুক্তিযুদ্ধের দলিল The Guerillas of Dhaka 1971 ও “গেরিলা ১৯৭১” বইয়ের প্রকাশনা উৎসব ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার সকাল ১১টায় জাদুঘরের প্রধান মিনায়তনে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অব.) মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, বীর উত্তম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বইয়ের লেখক কর্নেল (অব.) তৌফিকুর রহমান।
গ্রন্থের ওপর আলোচনা করেন জনাব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ, অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাত আলী জহির। স্বাগত ভাষণে জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের সুর্য্যসন্তান। লেখক একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর এই বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতি জানতে পারবে। বিশেষ অতিথির ভাষণে অবসর প্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম বলেন, বইটি ইতিহাসের এক অনন্য দলিল। মুক্তিযুদ্ধকে জানতে এই বইটি অধ্যয়ন করা প্রয়োজন। এটি আমাদের উত্তরসূরীদের জন্য এক অনবদ্য নথি হয়ে থাকবে। ঢাকা জেলার উত্তরের গেরিলা কমান্ডার জনাব নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, বইটি সুলিখিত ও সঠিক তথ্য নির্ভর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ গেরিলা ৭১ বইটিতে ১৬ বছরের এক তরুণ মুক্তিযুদ্ধের নির্মম সত্য বিনা সংশয়ে তুলে ধরেছেন। বইটিকে একটি যুগোপযুগি ইতিহাসের সাক্ষী হিসেবে আখ্যায়িত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড.সোনিয়া নিশাত আমীন গেরিলা ৭১ বইটি সম্পর্কে বলেন, কাজটি করা যদিও খুবই কঠিন। তথাপি সততার সাথে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক চর্চা হয়েছে বলেন জানান। প্রধান অতিথি ভাষনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত বলেন, বইটি হলো ইতিহাসের আরেকটি দলিল । এই বইটির মাধ্যমে লেখক মুক্তিযুদ্ধের বহুমাত্রিক দিক তুলে ধরেছেন যা মন ছুঁয়ে যায়।