জাদুঘরে Traditional Art of Embroidery বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

ঢাকা ১১ ফেব্রুয়ারী ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১১.০০ টায় “Interactive Display of Traditional Art of Embroidery as an Element of Intangible Cultural Heritage of Bangladesh” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন Professor Nicola Strippoli Tarshito। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী চন্দ্র শেখর সাহা এবং ড. ফিরোজ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি কাজী খালিদ আশরাফ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী সেমিনার সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রবন্ধকার ও আলোচকবৃন্দ বলেন ‘ঐতিহ্যবাহী শিল্পকর্ম ব্যক্তির সৃজনশীলতা ও গোষ্ঠীর সম্মলিত প্রয়াস। কোন দেশ, জাতি ও সমাজের সংস্কৃতি বুঝতে হলে প্রথমেই তার শিল্পকর্মকে বেছে নিতে হয়। কারণ শিল্পকর্মের মধ্যেই একটি দেশ, জাতি ও সমাজের আত্ত্বীক শক্তির পরিচয় পাওয়া যায়।’

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd