ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার দুই সপ্তাহব্যাপী One-Site Training and Workshop on Conservation শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত Mr. Ahn Seong-doo এবং KOICA বাংলাদেশ অফিসের কান্ট্রি ডাইরেক্টর Mr. Joe Hyun-Gue. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণটি আয়োজনের মাধ্যমে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বিরাজমান ভ্রাতৃত্ব সম্পর্কটি আরো সুদৃঢ় হবে। এ প্রশিক্ষণে জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও নিদর্শন ব্যবস্থপনা বিষয়ে হাতে-কলমে জানতে পারবে। প্রশিক্ষণটিতে আট জন কোরিয়ান বিশেষজ্ঞ বাংলাদেশি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণটি কোরিয়ান উন্নয়ন সহযোগী সংস্থা KOICA এর আর্থিক সহায়তায় বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক বাস্তবায়নাধীন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজন করা হয়েছে।