ঢাকা, ০৮ মে ২০১৭। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে দিনব্যাপী চিত্র কর্মশালার আয়োজন করে। জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি বরেণ্য শিল্পী হাশেম খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আখতারুজ্জামান খান। কর্মশালায় দেশের প্রবীণ ও নবীণ ২৩জন বিশিষ্ট শিল্পী অংশ গ্রহণ করেন। কর্মশালায় আঁকা চিত্রগুলি জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।