ঢাকা, ৬ মে, ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বেতার সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত এই অনুষ্ঠানে বেতার সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরে বক্তৃতা করেন দেশ বরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক জনাব ইকবাল বাহার চৌধুরী। একাধারে সাংবাদিক আবৃত্তি শিল্পী, অভিনেতা, তথ্যচিত্র নির্মাতা, সংবাদ পাঠক জনাব ইকবাল বাহার চৌধুরী তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে নানাদিক আলোকপাত করতে গিয়ে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের মঞ্চ নাটক ও আবৃত্তি শিল্প এবং দীর্ঘ ৩৮ বছর ভয়েজ অব আমেরিকায় বাংলা বিভাগে কর্মময় জীবনকথা তুলে ধরেন। তাঁর বক্তৃতায় আরও উঠে আসে তাঁর জন্ম, বেড়ে উঠা, শিক্ষা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা বাঁকের কথা। অসাধারণ বলিষ্ঠ কন্ঠের অধিকারী জনাব ইকবাল বাহার চৌধুরী তাঁর বক্তৃতা শেষে আগত দর্শক শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটি ছিলো ভিন্ন মাত্রিক ও নান্দনিক। এতে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী।