ঢাকা, ১৩মে ২০১৭। কালজয়ী ভারতীয় চলচ্চিত্রকার মৃণাল সেনের ৯৪তম জন্মবার্ষিকী ১৪মে, ২০১৭ । ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে ১৩ থেকে ১৭ মে ২০১৭ বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ফিরে দেখা মৃণাল সেন’ শীর্ষক এক চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করে। উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত শ্রী হর্ষবর্ধন শ্রীংলা।
আয়োজনে সহযোগিতা করেছে ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন। সন্ধ্যে ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মৃণাল সেনের উপর আলোচনা করেন বিশিষ্ট চলচিত্রকার জনাব তানভীর মোকাম্মেল। প্রধান অতিথির ভাষনে ড. গওহর রিজভী বলেন, মৃণাল সেন বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছেন। আগামী দিনের চলচ্চিত্র নির্মাণে মৃণাল সেনের দর্শন উপজিব্য হিসেবে কাজ করতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে মৃণাল সেনের একদিন প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শিত হয়। আগামী ১৪ থেকে ১৭ মে পর্যন্ত বাইশে শ্রাবণ, পোট্রেট অফ এ ফিল্মমেকার, ভুবন সোম, ইন্টারভিউ, কলকাতা ৭১, অলওয়েজ বিইং বর্ন, খারিজ, এক দিন আচানক, মৃণাল সেন-এন ইরা ইন সিনেমা অন্তরীন ও আমার ভূবন চলচ্চিত্র প্রদর্শিত হবে।