আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে জাদুঘরে সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন।

ঢাকা, ১৮ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস। বিশ্বের জাদুঘরসমূহের আন্তর্জাতিক প্রতিষ্ঠান International Council of Museums (ICOM) দিবসটি উপলক্ষে প্রতিবছর একটি করে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘Museums and Contested History: Saying the unspeakable in Museums’. বিশ্বের জাদুঘর সমূহ প্রতিপাদ্যা বিষয়কে ধারণ করে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। বাংলাদেশ জাতীয় জাদুঘর দিবসটি উদযাপন ‍উপলক্ষে সপ্তাহব্যপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ১৮ মে, ২০১৭ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার ‍উদ্বোধন করেন। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাদুঘরের সাবেক মহাপরিচাল ড. এনামুল হক এবং নেপাল ... মিউজিয়াম এসোসিয়েশনের চেয়ারম্যান ড. প্রেম সিং বাসনিয়াত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। প্রধান অতিথি অনুষ্ঠানমালার উদ্বোধন করে বলেন, জাদুঘর বর্তমানে নানান কার্যক্রমে উন্নিতি সাধন করছে এবং ডিজিটালাইজেশনে অনেক এগিয়ে গেছে।ধর্মের অবব্যাখ্যার কারণে সন্ত্রাস ও জঙ্গীবাদ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। সাংস্কৃতিক চর্চার বৃদ্ধি করে সন্ত্রাস ও জঙ্গীবাদকে মোকাবেলা করতে হবে। তানাহলে সাম্প্রতিক সময়ের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যহত হবে। অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে মাননীয় মন্ত্রী উপহার দাতাদের নিকট থেকে জাদুঘরের জন্য শতাধিক নিদর্শন গ্রহণ করেন। ইসলামী ফাউন্ডেশন থেকে উপহৃত প্রায় ৮০০ বছর আগের হাতের লেখা কোরআন শরিফ, বাংলা সাময়িকপত্র সওগাত ও বেগম পত্রিকার কপি, বাংলা ভার্সনের জন্য ব্যবহৃত প্রথম সময়ের কম্পিউটার ‍উপহৃত নিদর্শনগুলির মধ্যে উল্লেখযোগ্য।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd