ঢাকা, ২১ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১১টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় ‘জাতীয় জাদুঘরে সংরক্ষিত সমতটের সুবর্ণ মুদ্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর জনাব মো. নজরুল ইসলাম খান। বক্তব্য উপস্থাপন করেন ড. শরিফুল ইসলাম। আলোচনা করেন বিশিষ্ট জাদুঘরবিদ ড. ফিরোজ মাহমুদ ও মুদ্রা বিশারদ ড. মো. রেজাউল করিম। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। বক্তাগণ সমতটের সুবর্ণ মুদ্রার গুরুত্ব উল্লেখ করে বলেন, বাঙলার সমতটের সুবর্ণ মুদ্রার বিষয়ে ঐতিহাসিকগণ বিশেষ গুরুত্ব আরোপ করেন নি। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত শতাধিক সমতটের সুবর্ণ মুদ্রা এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির প্রমাণ বহন করে। এ মুদ্রার মাধ্যমে ইতিহাস নতুনভাবে রচনা করা সম্ভব বলেও বক্তাগণ উল্লেখ করেন।