ঢাকা, ২২ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল ১১টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাঙলা টাইপ ফন্ট এবং কম্পিউটারে বাঙলা হরফের উদ্ভাবন ও বিবর্তন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য উপস্থাপন করেন আইটি বিশেষজ্ঞ বিজয় বাঙলার উদ্ভাবক জনাব মোস্তফা জব্বার। আলোচনা করেন ড. মুহাম্মদ জাহাঙ্গীর, জনাব হামিদুল ইসলাম ও জনাব নূরুন্নবী চৌধুরী (হাছিব)। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী। বক্তাগণ কম্পিউটারে বাঙলা ফন্টের বিবর্তনের নানা প্রতিবন্ধকতা, উত্তরণ, বাঙলা ফন্টের বিশ্বব্যাপী প্রসারের পেছনে যাদের অবদান রয়েছে তা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।