ঢাকা, ২৩ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে জাদুঘরে বিশ্বসভ্যতার ইতিহাস গ্যালারি, কাচ গ্যালারি এবং ভারতীয় সভ্যতার গ্যালারি উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ইব্রাহীম হোসেন খান প্রধান অতিথি হিসেবে গ্যালারি তিনটি উদ্বোধন করে বলেন, গ্যালারি তিনটি দর্শনার্থীদের বিশ্বসভ্যতা, ভারতীয় সভ্যতা এবং কাচের বহুবিধ ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত করবে।