ঢাকা, ২৩ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকাল ১১.৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলা সাময়িকপত্র: সওগাত ও বেগম পত্রিকার ওপর আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহামদ রফিক। আলোচনা করেন জনাব আলী ইমাম, জনাব ফ্লোরা নাসরিন, মিস সেলিনা খালেক এবং ড. গুলশান আরা। প্রধান অতিথি জনাব হাসানুল হক ইনু বলেন সওগাত সাংস্কৃতিক অগ্রযাত্রায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তেমন বেগম পত্রিকা নারী জাগরণের ক্ষেত্রে রেনেসাঁর ভূমিকা পালন করেছে। এজন্য মোহাম্মদ নাসিরউদ্দীন এবং জাহানারা বেগমের অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সন্ত্রাস ও মৌলবাদ মোকাবেলার ক্ষেত্রে পত্রিকা দুটি আমাদের পাথেয় হতে পারে। তিনি মোহাম্মদ নাসিরউদ্দীন ও জাহানারা বেগমের স্মৃতি রক্ষার্থে সচেতন মহলকে এগিয়ে আসতে অনুরোধ করেন।