ঢাকা, ২৩ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকাল ৪টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবি সুফিয়া কামাল স্মারক বক্তৃতা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যপক কাজী মদিনা। আলোচনা করেন জনাব আমিনুল ইসলাম, জনাব দিল মনোয়ারা মনু এবং জনাব মফিদুল হক। বক্তাগণ কবি সুফিয়া কামালের কর্মময় জীবন এবং সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন। সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পর অচলায়তন ভেঙে বাঙালি নারী সমাজকে যে কয়জন মহিয়সী নারী নারী জাগরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন কবি সুফিয়া কামাল তাদের মধ্যে অন্যতম। আজকের নারী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাহিত্যকর্মে যে অবদান রাখছেন তার জন্য কবি সুফিয়া কামাল স্মরণীয় হয়ে থাকবেন।