ঢাকা, ২৪ মে ২০১৭। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকাল ৪টায় কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় কথাশিল্পী হুমায়ূন আহমেদ স্মরণ সভা। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচনা করেন জনাব ফরিদ আহমেদ, মোহাম্মদ আজম, জনাব মাহবুব আজিজ ও জনাব জাহিদ হাসান। সভাপতিত্ব করেন জনাব খালেদ মুহিউদ্দিন। বক্তাগণ হুমায়ুন আহমেদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, উপন্যাস, গল্প, নাটক, সিনেমা সর্বক্ষেত্রে হুমায়ূন আহমেদ শুধুমাত্র বিচরণ করেন। তার জনপ্রিয়তার তুলনা শুধুমাত্র তিনি নিজেই।