ঢাকা, ১৫ আগস্ট ২০১৭। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাদুঘরের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও সকাল ১০টায় শিশুকিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা আহসান মঞ্জিল জাদুঘর (ঢাকা), স্বাধীনতা জাদুঘর (ঢাকা), ওসমানী জাদুঘর (সিলেট), জিয়া স্মৃতি জাদুঘর (চট্টগ্রাম) এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় (ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং স্বাধীনতা জাদুঘরে বঙ্গবন্ধুর কর্মময় জীবন এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দিনব্যাপী প্রদর্শন করা হয়।