ঢাকা, ১৯ আগস্ট ২০১৭। চীনামাটির শিল্পকর্ম: কালির দোয়াত ১৮৫০ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগরের জমিদার হাজী মো. দানেশ কর্তৃক ব্যবহৃত। তিনি তাঁর জমিদারের দাপ্তরিক কাজের জন্য কাঠের কলম কালির দোয়াতে ডুবিয়ে লিখতেন। ড.আছিয়া খানম তাঁর বড় পিতামহের ব্যবহৃত দোয়াতটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাশেম খান ও মহাপরিচারক জনাব ফয়জুল লতিফ চৌধুরী –এর কাছে হস্তান্তর করেন।