ঢাকা, ২৫ আগস্ট ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একক সঙ্গীতসন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী কমলিকা চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব নূরে নাসরীন। শিল্পী তাঁর একক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকলকে মায়াবী ইন্দ্রজালে আবিষ্ট করে রাখেন।
এ দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী কমলিকা চক্রবর্ত্তী। সংগীতের প্রতি বিশেষ অনুরাগ এবং গায়কী ঠং শিল্পী কমলিকা চক্রবর্ত্তীকে অন্যদের থেকে আলাদা করেছে। কমলিকা চক্রবর্ত্তী পণ্ডিত দীননাথ মিশ্র, হৈমন্তি শুকলা, পণ্ডিত অজয় চক্রবর্ত্তী এবং কল্যাণ সেন বরাট-এর কাছে সংগীতের উচ্চতর ধারা রপ্ত করেছেন।
ভারতের তারা বাংলা, আকাশ, আর প্লাস, দুরদর্শন, হাই নিউজ, CTVN প্লাস, রূপসী বাংলা, আকাশ বাণীতে তিনি নিয়মিত সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের টিভি চ্যানেল একুশে টেলিভিশন, চ্যানেল আই, আরটিভি, এসএটিভিসহ প্রায় সকল টিভি চ্যানেলেও তিনি নিয়মিত সংগীত পরিবেশন করেন। গণমাধ্যমের পাশাপাশি মঞ্চেও তিনি সমান পারদর্শী । বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ঋষিজ শিল্পগোষ্ঠীর বর্ষবরণ, চ্যানেল আই, রবীন্দ্র ও নজরুল মেলা, বর্ষবরণ উৎসবে সংগীত পরিবেশন করে বিপুল সংখ্যক শ্রোতার হৃদয়কে জয় করেছেন। দেশের পাশাপাশি ভারতের হলদিয়া উৎসব, ডোয়ার্স উৎসব, বাকুরা বিষ্ণুপুর, পর্যটন মেলা, বাংলা সংগীত মেলা, সুন্দরবন উৎসবসহ রবীন্দ্র সদনে নিয়মিত সংগীত পরিবেশন করেন এই বরেণ্য শিল্পী।
কল্যাণ সেন বরাট এবং প্রতাপ রায়ের তত্ত্বাবধানে শিল্পীর রবীন্দ্রনাথের গানের একক অ্যালবাম রবিকথা প্রকাশিত হয়েছে। যা শিল্পীকে বিশেষ মর্যাদার আসনে আসীন করেছে। চলতি আগস্ট মাসে বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া শিল্পী কমলিকা চক্তবর্ত্তীর একটি গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম বঙ্গকন্যার মুখ। কথা ও সুর শওকত ইসলাম। গানটি শুনে মাননীয় প্রধানমন্ত্রী আপ্লুত হয়েছেন এবং প্রশংসা করেছেন। সম্প্রতি ইমন সাহার সংগীত পরিচালনায় শিল্পীর গাওয়া একটি গান রৌদ্রছায়া শিরোনামে সিনেমায় সূচনা সংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে।