বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী এম এ তাহের-এর ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ১২ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দৈনন্দিন জীবন , র্কম এবং প্রকৃতির প্রায় ১০০ টি আলোকচিত্র রয়েছে। বিকেল ৪.৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম. পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন , প্রত্যেকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রয়েছে আলাদা আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য যা সংরক্ষণ করা প্রয়োজন ।

প্রধান অতিথির ভাষণে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম. পি. বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ট্রানজিবল ইনট্রানজিবল উভয় ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে । সাংস্কৃতিক আগ্রাসনের কারণে এইসব সাংস্কৃতিক ঐতিহ্য হুমকির মুখে।নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণে সরকারের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন বলেও প্রধান অতিথি মনে করেন ।

বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যাপিত জীবন বৈচিত্র্যময় প্রত্যেকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তাদের সংস্কৃতিক বৈশিষ্ট্য গভীর মমত্ব দিয়ে লালন করে চলেছে ।

সভাপতির ভাষণে বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য সর্ম্পকে জানার জন্য এ ধরনের প্রদর্শনী বেশি করে আয়োজন করা প্রয়োজন ।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd