ঢাকা, ৬ অক্টোবর ২০১৭। আফসানা রুনার জন্ম নীলফামারিতে। পিতা আতিয়ার রহমান এবং মাতা তাসকিনা রহমান। গান শিখেছেন ওস্তাদ আনোয়ার হোসেন, ওস্তাদ ছাইমুদ আলী খান ও ওস্তাদ রবিউল হুসাইনের কাছে। এরপর নজরুল সংগীতে তালিম নেন ছায়ানট সংগীত বিদ্যায়তনে। শিল্পী খায়রুল আনাম শাকিল এবং অসিত দে’র কাছে ধ্রুপদী সংগীতের ওপর বিশেষ তালিম নেন।
আফসানা রুনা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী। নজরুল সংগীতের পাশাপাশি তিনি আধুনিক গানও পরিবেশন করেন। বাংলাদেশের সবকটি টিভি চ্যানেলে শিল্পী আফসানা রুনা নিয়মিত সংগীত পরিবেশন করেন।
ইতোমধ্যে শিল্পীর আধুনিক ও মিশ্র গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। শিল্পী সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শাহ আলম কিরণের “একাত্তরের মা জননী”, মান্নান হীরার “একাত্তরের ক্ষুদিরাম” এর মধ্যে অন্যতম। সংগীতের পাশাপাশি তিনি শিক্ষকতা করছেন ছায়ানট সংগীত বিদ্যায়তনে এবং নজরুল ইনস্টিটিউটে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আফসানা রুনা আমন্ত্রিত হয়ে একক সংগীত পরিবেশন করেন। উপস্থিত শ্রোতৃমণ্ডলী শিল্পীর পরিবেশনা বিমোহিত হয়ে উপভোগ করেন।