বাংলাদেশ জাতীয় জাদুঘরে শিল্পী অলোকেশ ঘোষের Life and works গ্রন্থের প্রকাশনা উৎসব ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন।

ঢাকা, ১৫ অক্টোবর ২০১৭। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গ্যালারি কসমস যৌথভাবে প্রখ্যাত চিত্রশিল্পী অলোকেশ ঘোষ-এর জীবন ও কর্মের উপর স্বতন্ত্র প্রকাশনা Life and works-Alakesh Ghosh-এর প্রকাশনা উৎসব এবং এ উপলক্ষে শিল্পীর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন ও নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে একক চিত্র প্রদর্শনীটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত জনাব এ এইচ এন সেওং-দু এবং বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণে জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী বলেন, শিল্পকলার ক্ষেত্রে এদেশের গৌরবময় ঐতিহ্য রয়েছে। যা তুলে ধরার জন্য এ ধরনের প্রদর্শনী ব্যাপকভাবে আয়োজন করা প্রয়োজন।

প্রধান অতিথির ভাষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি বলেন, শিল্পী অলোকেশ ঘোষের মধ্যে রয়েছে সুক্ষ্ম অনুভূতি। তাঁর শিল্পকর্ম আবহমান বাংলার রূপক ফুটিয়ে তুলে।

বিশেষ অতিথি দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত জনাব এ এইচ এন সেওং-দু শিল্পী অলোকেশকে একজন সৃষ্টিশীল শিল্পী বলে মত প্রকাশ করেন। বিশেষ অতিথি শিল্পী সমরজিৎ চৌধুরী শিল্পী অলোকেশ ঘোষের শিল্পকর্মকে Master of water color বলে মত প্রকাশ করেন।

Contact Us:

Phone (PABX): +88-02-58614842, +88-02-58614880, 58615012-3
Fax: +88-02-9667381
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Web: www.bangladeshmuseum.gov.bd